রুটিনের ফাঁদ এড়িয়ে চলুন
শিশুর জন্য রুটিন গুরুত্বপূর্ণ। তারা দৈনন্দিন জীবনের বেশীর ভাগ কাজই অনুমানের উপর করে। যাদের প্রতিদিন প্রচুর বিষয় স্মরণে রাখতে হয় এবং যে সব ছেলেরা প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার মুখোমুখি হয় তাদের জন্য এটি বেশ প্রয়োজনীয়। কিছু শিশু রুটিনের উপর অন্য শিশুদের চেয়ে খুব বেশী নির্ভরশীল হয়ে থাকে। ADHD বা Asperger’s syndrome এ আক্রান্ত শিশুদের জন্য নিয়ম কানুন এবং রুটিন, সামাজিক পরিস্থিতিতে তাদেরকে সফল হতে সাহায্য করে। তারা হইচই এবং অনিশ্চিত পরিস্থিতির মধ্যে উন্নতি করতে পারে না। এধরণের শিশুদের...
Posted Under : Health Tips
Viewed#: 176
See details.

